পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৬ পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ)-এর আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

পবিপ্রবিতে বিশ্ব জলাতংক দিবস পালিত

দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষদীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

দিবসের তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মোস্তফা আনোয়ার, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো আহসানুর রেজা, ড. মো রুহুল আমিন, মেডিসিন, সার্জারী অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো সেলিম আহমেদ, সহকারী অধ্যাপক ও ভিএসএ’র কোষাধাক্ষ্য ড. অসিত কুমার পাল,প্যাথলজি অ্যান্ড পারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার জাহাঙ্গীর আলম, ভিএসএ’র সভাপতি ডা মিল্টন তালুকদারসহ বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ।

 

/এনএ/