ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা

 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ইন্ট্রা-ইউনিভার্সিটি কুইজ প্রতিযোগিতা ২০১৬”। স্কুল অব ল’ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে অংশগ্রহন করে তিন সদস্য বিশিষ্ট মোট ৮৪ টি দল। বাংলাদেশ, চলমান ঘটনা, ইতিহাস এবং অন্যান্য বিষয় থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বাছাই করা হয় সেরা আটটি দল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অনুষদ থেকে শিক্ষার্থীরা অনেক উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতাটির শেষ পর্ব অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর। এই পর্বে বাছাইকৃত ৮টি দলকে ৯ ধাপে বাংলাদেশ, ইতিহাস, আন্তর্জাতিক, খেলাধুলা, বিজ্ঞান, সাহিত্য, এবং ভূগোল, শিল্প, সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন করা হয়। স্কুল অফ ল’এর ফ্যাকাল্টি সদস্য ফারহান উদ্দিন আহমেদ এবং খন্দকার তাসনুভা হকের তত্ত্বাবধায়নে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দল, প্রথম এবং দ্বিতীয় রানার আপদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয় স্কুল অব ল’ এর পক্ষ থেকে। এরপর ফাইনালে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে দুইদিনের এই প্রতিযোগিতা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানটি আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে।

/এফএএন/