স্টেট ইউনিভার্সিটিতে নবীন বরণ

 

স্টেট ইউনিভার্সিটি নবীন বরণ

স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি)-তে নবীণ শিক্ষার্থীদের বরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বরে অবস্থিত প্রধান ক্যাম্পাসে নবীণ বরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গনি চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, অতিরিক্ত রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার জহিরুল আলম, স্যায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল ওয়ারেস, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস, ক্যারিয়ার সার্ভিসেস অফিসের পরিচালক আশিক সারোয়ার প্রমুখ।

নবীণদের উদ্দেশ্যে রোবায়েত ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি সৃজনশীলতার স্থান। একটি জ্ঞানের জগত। এখানে প্রতিটি সময় মূল্যবান। এই সময় যে যত বেশি সময়ের মূল্য দিবে, সে তত সফল হবে।’

তিনি বলেন, ‘নিন্দুকের কথায় কর্ণপাত না করে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সামনে অগ্রসর হতে হবে। নবীণদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল সকল কাজে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন।’

/এফএএন/