†নোবিপ্রবি‡তে মাছ চাষ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

 

 

 

সেমিনার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (†নোবিপ্রবি) এবং যুক্তরা‡জ্যের স্টার্লিং বিশ্ববিদ্যাল‡য়র ম‡ধ্যে গ‡বেষণা সহায়তা চুক্তির অংশ হি‡সে‡ব ‘মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক’ এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার সকা‡ল হাজী †মো. ইদ্রিস অডি‡টারিয়া‡মে এই আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ‡মেরিন সা‡য়েন্স বিভাগ ও †নোবিপ্রবি রিসার্চ সেল এর আ‡য়োজন ক‡রে।

এ‡তে প্রধান অতিথি হি‡স‡ব উপস্থিত ছি‡লেন- উপাচার্য প্র‡ফসর ড. এম অহিদুজ্জামান। †নোবিপ্রবি ফিশারিজ অ্যান্ড ‡মেরিন সা‡য়েন্স বিভা‡গের সহ‡যোগী অধ্যাপক ড. †মো. জাহাঙ্গীর সরকা‡রের সভাপতি‡ত্বে ও সহকারি অধ্যাপক মো. †গোলাম †মোস্তফার সঞ্চালনায় প্রধান বক্তা ছি‡লন যুক্তরা‡জ্যের স্টার্লিং বিশ্ববিদ্যাল‡য়ের এ্যাকুয়াকালচার বিভা‡গের ড. ফ্রান্সিস মু‡র ও রিসার্চ এ‡সোসি‡য়েট ড. জামিলা রিজগালা।

সেমিনা‡র বক্তারা কো‡নও ধর‡নের ক্ষতিকারক ঔষুধ ব্যবহার না ক‡রে স্বাস্থ্য স্বাম্মত উপায়ে মাছ চাষের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তারা বাংলা‡দ‡শের দক্ষিণ পশ্চিমাঞ্চ‡ল যুক্তরা‡জ্যর অর্থায়‡ন চলমান ‘ইমাকু‡লেট’ প্রক‡ল্পের অগ্রগতি তু‡ল ধরেন।

/এফএএন/