ইউল্যাবে বাৎসরিক ফটোগ্রাফি প্রদর্শনী

 

ফটোগ্রাফি প্রতিযোগিতা

প্রতিবারের মতো এবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব) আয়োজন করলো ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং প্রদর্শনী। সোমবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটেগরিতে ৪৭টি ছবি স্থান পায়। এর মধ্যে বিচারকদের নির্বাচিত ১২ টি সেরা ছবি ছাপানো হবে ইউল্যাবের ক্যালেন্ডারে।

মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দন। তিনি বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখার এবং ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান।

পুরস্কার বিতরণ শেষে প্রফেসর ইমরান রহমান তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবছর প্রথম স্থান অধিকার করে ইউল্যাব বিবিএর একরাম হোসেইন, দ্বিতীয় হয়েছেন শাহরিন মারজান নিপুন এবং তৃতীয় স্থান অধিকারী ইউল্যাব এমবিএ প্রোগ্রামের মোফরাদ হোসেন।

/এফএএন/