শেকৃবিতে শেরেবাংলা একে ফজলুল হকের জন্মবার্ষিকী পালিত

 

শেকৃবিতে শেরে বাংলার জন্মদিন পালিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) অবিভক্ত বাংলার মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার নানা কর্মসূচি পালন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনে অবস্থিত শেরেবাংলার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহম্মদ। এসময় উপ- উপাচার্য ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়রুল হক বেগ, প্রক্টর অধ্যাপক ড. মো.মিজানুর রহমান, শেকৃবি সাহিত্য সংসদের মডারেটর ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় তিন নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে একে ফজলুল হকের আত্মার শান্তি কামনা করা হয়। এ জন্মবার্ষিকী উপলক্ষে বরাবরের মতো এবারও শেকৃবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

/এফএএন /