একাধিক দাবিতে চবির এ. এফ রহমান হলে তালা

ওয়াই-ফাই সংযোগ,ডাইনিং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও খাবারের মান উন্নত করা,টয়লেট সংস্কার,পরিকল্পিত ও নিয়মিত ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ রহমান হলে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। ১৩ নভেম্বর সকালে এ ঘটনা ঘটে। এর আগে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উল্লেখিত দাবি জানানো হয়েছিল বলে জানান শিক্ষার্থীরা।

চবির এ. এফ রহমান হলে তালা

সাধারণ শিক্ষার্থীরা জানান,অনেকদিন যাবত ওয়াই-ফাই সংযোগ না থাকায় আবাসিক শিক্ষার্থীরা হলের প্রভোস্টকে বারবার বলার পরও আমলে না নেওয়ায় তারা হলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় দাবি পূরণের জন্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কচ্ছপ গতির ইন্টারনেটের একই অবস্থা চবির আলাওল হলেও। শুধু হল গেইটের সামনে ছাড়া হলের অন্যান্য রুমে ওয়াই-ফাই সংযোগ পাওয়া যায় না।

এক আবাসিক ছাত্র জানান, এ.এফ রহমান হলে প্রায় ৩ মাসেরও অধিক সময় ধরে ওয়াই-ফাই সংযোগ নেই। এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোন সাড়া পাওয়া যায়নি। এদিকে টয়লেট ও ড্রেন সংস্কার করছে না হল প্রশাসন। দুর্গন্ধে হলে থাকা দায়।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা আরও জানান,এখানকার গার্ডগুলো বা এসবের দায়িত্বে যারা আছেন তারা দায়িত্ব সঠিকভাবে পালনও করতে চান না।

আবাসিক ছাত্রদের এসব দাবির ব্যাপারে জানতে ব্যাপারে চাইলে এ এফ রহমান হলের প্রভোস্ট  প্রফেসর ড.গণেশ চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন,আমি গতকাল রবিবার অফিস করিনি। ছাত্রদের দেওয়া লিখিত দাবিগুলো হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

/এনএ/