ইউল্যাবে 'ইন্টারনেট অব থিংস' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (সিএসই) ‘ইন্টারনেট অব থিংস (আইওটি)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএসই ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ডঃ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানটির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানের অতিথি ফিউচার এয়ার এর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ইঞ্জিনিয়ার এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের খণ্ডকালীন সহকারী অধ্যাপক ডঃ মাইকেল ওয়াংকে পরিচয় করিয়ে দেন।

ডঃ ওয়াং এই সেমিনারে ইন্টারনেট অব থিংস বিষয়টিকে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)বিভাগের প্রধান অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, ডাটাসফটের ডিরেক্টর এবং সিওও এম মঞ্জুর মাহমুদ, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

/এনএ/