জাককানইবিতে প্রতি আসনে লড়বে ৩০ ভর্তিচ্ছু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার ১ হাজার ৪০টি আসনের বিপরীতে মোট ৩০ হাজার ৯০৩টি আবেদনপত্র জমা পড়েছে। প্রতিটি আসনের বিপরীতে ৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত উপ-কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

ক ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫ হাজার ৩২৯ জন। খ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৬ হাজার ৬২৭ জন, গ ইউনিটে ১৮০টি আসনের বিপরীতে ৫ হাজার ৬০৩ জন, ঘ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮৮৬জন ও ঙ ইউনিটে ১৯০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৪৫৮জন।

পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য (www.jkkniu.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এনএ/