শুরু হলো শাবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসবের রেজিস্ট্রেশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি)’ বিভাগের এক যুগপূর্তি ও পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৫ নভেম্বর।

‘অ্যা ট্রিপ টু নস্টালজিয়া’স্লোগান  সামনে রেখে আগামী বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করবে শাবির এফইটি বিভাগ।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফইটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে র‌্যালি, স্যুভেনির প্রকাশনা, অ্যালামনাই কমিটি গঠন, কনসার্ট, খেলাধুলা, কনফারেন্স, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সবার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
/এনএ/