কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত বছরের হুবহু প্রশ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় গত বছরের ভর্তি পরীক্ষার ৪৯টি প্রশ্ন এসেছে। সেট কোড-২ এ একটি প্রশ্ন ব্যাতীত ৪৯টি প্রশ্নে হুবহু মিল পাওয়া যায়।

গতবছরের প্রশ্ন ও এবারের প্রশ্নবৃহস্পতিবার বিকালের শিফটের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নে ছিলো বিগত বছরের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ৪৯টি প্রশ্ন।

এ ব্যাপারে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয়ভূষণ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের প্রশ্নের সঙ্গে কিছুটা মিল থাকতে পারে, কিন্তু হুবহু ৪৯টি প্রশ্নের মিল হতে পারে না। এ ব্যাপারে আমি অবগত নয়, আমি অসুস্থ ছিলাম।’

তবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মাহবুব হোসেন বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রশ্নের মিল থাকার কোনো কারণ নেই। প্রশ্ন করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’

/এমও/