রাবির ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফোকলোর চর্চার মাধ্যমেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। তিনি ফোকলোর নিয়ে গবেষণার জন্য সব বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ খোলার দাবি জানান।

রাবির ফোকলোর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আজ ৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক আক্তার হোসেন,অধ্যাপক মোর্বারা সিদ্দিকাসহ বিভাগের প্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী।
এর আগে বিভাগের সামনে থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনন্দ শোভাযাত্রা বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
/এনএ/