শেষ হলো কুবির ভর্তি পরীক্ষা

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জালিয়াতির অভিযোগ ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণির  ভর্তি পরীক্ষা।




আজ শনিবার সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয় কুবির ভর্তি পরীক্ষা।

শেষ হলো কুবির ভর্তি পরীক্ষা
এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহাম্মদ আহসান উল্যাহ বাংলা ট্রিবিউনকে জানান, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় ৬০-৬৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রগুলোতে কোনও ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।
অনুষ্ঠিত হওয়া ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫০টি আসনের বিপরীতে ২২ হাজার ১২৯ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ২৩৪ জন। যা মোট আবেদনকারীর ৫৯ দশমিক ৮৫ শতাংশ বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিট প্রধান ড.মোঃ আবু তাহের। তিনি জানান ‘এ’ ইউনিটের ফলাফল আজ রাতে প্রকাশ করা হতে পারে।
‘বি’ ইউনিটে মোট ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ১১৯ জন। যা মোট আবেদনকারীর ৬১ দশমিক ৬৫ শতাংশ জানিয়েছেন ‘বি’ ইউনিটের সদস্য সচিব মাহবুবুল হক ভূঁইয়া।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষার শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক জানান, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জালিয়াতির অভিযোগও পাওয়া যায়নি।

/এনএ/