কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (কুবিসাস)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দিবসটি উপলক্ষে সংগঠনের কর্মীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার প্রধান ফটকে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিউল্লাহর সঞ্চালনা এবং সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাংবাদিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের  ডিন এম এম শরীফুল করীম, সমাজ বিজ্ঞান অনুষদের  ডিন ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিনিধি এন এম রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমাইন মুহতাসিম মীর, প্রত্নতত্ব বিভাগের সভাপতি মোহাম্মদ সোহরাব উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল করিম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ রেজাউল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ, সাধারণ সম্পাদ রেজা-ই-এলাহী, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেনসহ সাংবাদিক সমিতির সদস্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

/এনএ/