বিজয় দিবসে আবিপ্রবিতে মুক্ত আলোচনা

মুক্ত আলোচনা সভা

 

মহান বিজয় দিবস উপলক্ষে  বৃহস্পতিবার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব্ববিদ্যালয় সেমিনার কক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক শারমিন রেজা চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম এম সফিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কাজী শরীফুল আলম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবীর হাসান, আশফাকুর রাফি, খান অনিক রহমান, শাহানূর ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের গৌরবমাখা ইতিহাস যাতে ভবিষ্যত প্রজন্মের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারে সেজন্য আমাদের নিয়মিত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চর্চা করে যেতে হবে।  শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার চর্চা যেন শুধুমাত্র মার্চ ও ডিসেম্বর কেন্দ্রিক না হয়ে পড়ে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। তারা আরও বলেন, বছরের প্রতিটি দিন, প্রতিটি সময় যাতে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভেতরে লালন করতে পারি সেজন্য সকলকে  কাজ করে যেতে হবে।

/এফএএন/