রোহিঙ্গা শরণার্থীদের পাশে পবিপ্রবি শিক্ষার্থীরা

 

রোহিঙ্গা শরণার্থী

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৬ ডিসেম্বর টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের সংগ্রহীত অর্থ বিতরণ করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির ২য় বর্ষের ছাত্র ও হেল্প ফর রোহিঙ্গা প্রোগ্রামের মূল উদ্যোক্তা মো শামসুল আরেফিন বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের চিত্র দেখে আমরা সাহায্যের উদ্যোগ নেই। ফেসবুকে একটি ইভেন্ট খুলে সাহায্য সংগ্রহ করে সেটিই রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই দলে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আফনান বলেন,  রোহিঙ্গাদের পাশে আমরা দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। পবিপ্রবির এই দলে বুয়েট ও বুটেক্স এর ২ শিক্ষার্থীও ছিলেন।

/এফএএন/