রাবির ক্রপ সায়েন্স বিভাগের সভাপতির পদত্যাগ দাবি সহকর্মীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোসলেহ উদ্দীনের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ দাবি করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সহকর্মীরা। এছাড়া অধ্যাপক মোসলেহ্ উদ্দীনের অধীনে একাডেমিক ও প্লানিং কমিটির মিটিংও বয়কট করেছে বিভাগের ১৩ জন শিক্ষকের ১০ জনই।

সোমবার দুপুরে ওই শিক্ষকরা সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানান। এর আগে গত ১০ ডিসেম্বর বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন শিক্ষকরা। এতে ১০ শিক্ষকের স্বাক্ষর করে।

সংবাদ ব্রিফিং-এ তারা জানান, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং ২ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগে কর্মবিরতি পালন করা হবে। ২ জানুয়ারি দুপুর ২টার মধ্যে সভাপতি পদত্যাগ না করলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে। বিভাগের সকল পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে শিক্ষকরা জানান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দীন বিভাগের শিক্ষকদের সাথে বহুবার অসদাচরণ ও গালমন্দ করেছেন। তিনি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা ও একগুয়েমি করে আসছেন। তিনি কোন ছাত্রকে অপছন্দ করলে উত্তরপত্রে কম নম্বর দেন, যে কারণে প্রতি বর্ষে তার পরীক্ষিত অর্ধেক উত্তরপত্রের তৃতীয় পরীক্ষণ হয়।

জানতে চাইলে অধ্যাপক মোসলেহ্ উদ্দীন বলেন, ‘আমি বাইরে আছি। বিস্তারিত বলতে পারছি না, তবে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের ক্লাস বর্জন করে কর্মবিরতির ঘোষণা সত্যিই দুঃখজনক। জ্ঞান চর্চাকে জিম্মি করা একজন শিক্ষকের পর্যায়ে শোভনীয় না, তাদের অভিযোগ থাকলে প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। প্রশাসন একটা প্রক্রিয়ার মধ্যে সমাধান করার চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘তারা একটা অভিযোগ দিয়েছে উপাচার্য বরাবর। উপাচার্য এখন স্টেশনে নেই তিনি আসলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এফএএন/