শাবিতে ‘লার্নিং টু লাভ’ শীর্ষক সেমিনার

 

সংবাদ সম্মেলন

সনাতন ধর্মালম্বী যুব শিক্ষার্থীদের স্রষ্টার প্রতি আনুগত্য বাড়াতে ১২তম ইসকন ইয়্যুথ ফেস্টিভ্যাল  শুরু হচ্ছে আগামী ২ জানুয়ারি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্রবিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

এ উৎসবে ‘লার্নিং টু লাভ’ শিরোনামের এক সেমিনারে বিস্তারিত কথা বলবেন ভারত থেকে আগত ভেনুধারী দাস ব্রাক্ষ্মচারি।

মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসকন ইয়্যুথ ফোরাম সিলেট এর পরিচালক শ্রী দেবর্ষি শ্রীবাস দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন শাবির আর্ন্তজাতিক ভাষা ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, ইসকন ইয়্যুথ ফোরাম সিলেট এর সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাস, কোষাধ্যক্ষ কানুপ্রিয় বলাই দাস, প্রচারক সুবল নিমাই দাস প্রমুখ।

দেবর্ষি শ্রীবাস দাস বলেন, কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল সাড়ে তিনটা থেকে এ উৎসব শুরু হবে। দেশ ও বিদেশের বিভিন্ন গুণি ব্যক্তি এই উৎসবে বক্তব্য রাখবেন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, আর্ন্তজাতিক ভাষা ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় প্রমুখ।

ইসকন ইয়্যুথ ফোরামের আয়োজনে এ ফেস্টিভালে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট।

/এফএএন/