গণবি শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা

 

 

শোকসভা

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের (৫ম সেমিস্টার) শিক্ষার্থী হাসিবুল হাসান। তার স্মরণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মনসুর মূসা,নিহত শিক্ষার্থী হাসিবুল হাসান এর বাবা-মা এবং বিভাগীয় শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, হাসিব একজন মেধাবী শিক্ষার্থী ও চৌকস খেলোয়াড় ছিল। হাসিবের অকাল মৃত্যু মেনে নেওয়া সকলের জন্যই বেদনাদায়ক। তিনি সব শিক্ষার্থীকেই সচেতনতার সঙ্গে রাস্তা পারাপার ও মোটর সাইকেলে আহরণ কালে হেলমেট ব্যবহার কথাও বলেন। এছাড়াও মোটর সাইকেলে হেলমেট পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার কঠোর নির্দেশ দেন তিনি।

ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মনসুর মূসা বলেন, হাসিবের অকাল মৃত্যুতে আমরা সকলেই  শোকাহত।  হাসিবের মতো আর কোনও শিক্ষার্থীর জীবন হারাতে না হয় এজন্য সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

উল্লেখ, হাসিবুল মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায়  সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

/এফএএন/