টিএসসিতে বর্ণিল বর্ষবরণ

টিএসসিতে বর্ষবরণ

 

ঘড়ির কাঁটায় তখন রাত এগারটা।  প্রশাসনের কড়া নিরাপত্তার কারনে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনো অনেকটাই নিরিবিলি।  কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসিতে বাড়তে থাকে লোক সমাগম।  চারদিক থেকে দলে দলে জড়ো হতে থাকে অসংখ্য শিক্ষার্থী। 

রাত বারটা বাজার সাথে সাথেই হাজারো উচ্ছ্বসিত শিক্ষার্থীর উল্লাসে মুখরিত হয়ে ওঠে টিএসসি এলাকা।  কড়া নিরাপত্তার বেষ্টনীতে আনন্দ উল্লাসের মাধ্যমে ইংরেজি আরেকটি নতুন বছর ২০১৭ কে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আমজাদ আলী বলেন, ‘বহিরাগতদের প্রবেশ আটকাতে আমরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে পুলিশ মোতায়েন করেছি এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ক্যাম্পাসেই  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’। 

এছাড়াও উন্মুক্ত স্থানে যেকোন ধরনের অনুষ্ঠান এবং সব ধরনের আতশবাজির উপরও নিষেধাজ্ঞা জারি ছিল ঢাবিতে। 

/এফএএন/