ইউডার সিএসই অনুষদের ৩২ তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত

nonameইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে’র (ইউডা) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২তম শিক্ষার্থীরা র‌্যাগ ডে পালন করলো।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ইউডার প্রকৌশলী অনুষদে বেলুন উড়িয়ে ও কেক কেটে র‌্যাগ ডে’র সূচনা করে ৩২ তম ব্যাচের শিক্ষার্থীরা।
র‌্যাগ ডে সম্পর্কে ৩২তম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ দীপ্ত বাংলা ট্রিবিউনকে জানান, ‘সম্পর্কটা ৪ বছরের। ৪ বছর আগে মানুষগুলোর কাউকেই চিনতাম না। এখনও মনে পড়ে সেই প্রথম সেমিস্টারের প্রথম ক্লাসের কথা, সেখানে সবাই ছিল অপরিচিত মুখ। কিন্তু ক্লাস শেষে এক চায়ের দোকানে প্রথম পরিচয় সবার সঙ্গে। আজ ৪ বছর শেষে সেই মানুষগুলো এখন কত কাছের, কত আপন। এখন এই মানুষগুলো দূরে চলে যাওয়ার পালা। বন্ধুদের সঙ্গে কাটানো সবগুলো দিনের স্মৃতিই এখন সারাজীবনের সম্বল’।
পরে আনন্দ র‌্যালি মাধ্যমে সন্ধ্যায় ফানুস উড়িয়ে র‌্যাগ ডে সমাপ্তি হয়।

এসএএস