আজ থেকে গণ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব

 

গণ বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র আয়োজনে অফ ট্র্যাক মিউজিক ক্যাফে পরিবেশিত ‘গণ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্ট-২০১৭’ সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ সোমবার শুরু হচ্ছে এই উৎসব।

তিন পর্বের প্রদর্শনীতে সকাল ১০টায় নবীনগরের বস্তি সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘অ আ ক খ’ এবং গণস্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘গণ পাঠশালা’-এর প্রায় ২৫০ শিক্ষার্থীদের অফ ট্র্যাক মিউজিক ক্যাফের সৌজন্যে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ দেখানো হবে। পরবর্তীতে দুপুর ২:৩০মিনিট ও সন্ধ্যা ৫:৩০ মিনিটে প্রদর্শিত হবে  ‘গেরিলা’ এবং ‘মনপুরা’ যা শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,“চলমান সন্ত্রাসবাদ আর নৈরাজ্যের বিপরীতে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টিতে চলচ্চিত্র বরাবরের ন্যায় একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই চেতনার ভীত মজবুত করণে গণ বিশ্ববিদ্যালয় সৃষ্টিশীল বিভিন্ন ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত সামনে এগিয়ে চলছে।” 

/এফএএন/