ইউল্যাব ও চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

ইউল্যাব ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)  এবং চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চীনের ইউনান ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ চুক্তির ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক এবং ছাত্র বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, যৌথভাবে শিল্পকলা প্রদর্শনী, সেমিনার ও একাডেমিক সভা, ইউল্যাব এ চীনা ভাষা সেন্টার স্থাপন, স্বল্পমেয়াদী একাডেমিক প্রোগ্রাম,ভাষা ও সংস্কৃতি আদান প্রদানসহ ইউল্যাব এর শিক্ষার্থীদের চীনে ইন্টার্নশীপ করার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে ইউল্যাব ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান এবং ইউনান ওপেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লু জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে (এমওইউ) স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউল্যাব ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আবু রাসেল ও ইউনান ওপেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের ভাইস ডীন প্রফেসর লি রে।

/এফএএন/  

/এফএএন/