রাবির আইবিএ’র চতুর্থ সমাবর্তন শনিবার

আইবিএ- এর সংবাদ সম্মেলনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) চতুর্থ ‘স্নাতক সমাবর্তন’ আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে ১২টি ব্যাচের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করা হবে। বৃহস্পতিবার আইবিএ-এর অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, ইউজিসি সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখবেন আইবিএ-এর পরিচালক অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক।

সম্মেলনে আরও জানানো হয়, এই অনুষ্ঠানে এক্সিকিউটিভ এমবিএ, সান্ধ্যকালীন এমবিএ, দিবাকালীন এমবিএ এবং এমবিএ ফর বিবিএ ক্যাটাগরি থেকে ৪৪৮ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন-উল-ইসলাম, অধ্যাপক মোহা. হাছানাত আলী অধ্যাপক শামসুদ্দোহা প্রমুখ।

/এফএএন/