বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবির বিক্ষোভ

 

কোর্স কারিকুলাম ও সিলেবাস সংস্কার, প্রাণি সম্পদ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো সংস্কার করে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী পশুপালন অনুষদের ক্রম নির্ধারণ করার তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। এসময় ভবনের ভেতর উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অবস্থান করছিল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করে। পরে দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা তাদের ডিনের উপস্থিতিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয়। একই দাবিতে বুধবারও তারা বিক্ষোভ মিছিল করে।

এবিষয়ে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ কোর্স কারিকুলাম আপডেটের বিষয়টি উত্থাপিত না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

একই বিষয়ে বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবিলম্বে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ পশুপালন অনুষদের কোর্স কারিকুলাম ও সিলেবাস সংস্কারের বিষয়ে কোন আলোচনা না হলে ওই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এরপর তারা পশুপালন অনুষদে মিটিং করে আন্দোলনের সিদ্ধান্ত নেয়।

/এফএএন/