গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব সোমবার

পিঠা উৎসবসাভারের গণ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন “গণবি পিঠা উৎসব ১৪২৩”। আয়োজন হচ্ছে বাউল সন্ধ্যারও। এ উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে নানা আয়োজন।

গণ বিশ্ববিদ্যালয় ‘পিঠা  উৎসব ১৪২৩’ শীর্ষক এ আয়োজন আগামী (৩০ জানুয়ারি) সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, পিঠা উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। চারপাশে পিঠা উৎসবের পোস্টার, প্ল্যাকার্ড আর ফেস্টুনের ছড়াছড়ি।

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি বাঙালি ঐতিহ্য সম্পর্কে অনেক বেশি দায়িত্বশীল। পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চেতনার বিকাশ ঘটবে বলেও আশা প্রকাশ করে তিনি। এসময় তিনি এই আয়োজনকে সফল করতে সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কনফারেন্স হলে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের আয়োজক গণবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন বলেন , “বাঙালি ঐতিহ্য ও সংষ্কৃতি ধারণ ও লালনে গণ বিশ্ববিদ্যালয় সব সময়ই সচেতন। এরই ধারাবাহিকতায় এই আয়োজন।

উল্লেখ্য, গত বছর ১৪ জানুয়ারি সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো গণ বিশ্ববদ্যালয় পিঠা উৎসব আয়োজিত হয়।

/এফএএন/