শীতার্তদের পাশে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব

ইউল্যাব শিক্ষার্থীদের শীত বস্ত্র বিতরণ 

 

 

“মানবতার কাছে শীত হোক পরাস্ত” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। 

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়পুর গ্রামে দরিদ্র মানুষদের মাঝে দুই শতাধিক কম্বল ও সংগৃহীত শীতের পোষাক বিতরণ করেছে। এ বছর ক্লাব সদস্যদের লক্ষ্য ছিল, দেশের প্রান্তিক অঞ্চলের অসহায় মানুষদের পাশে উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়া।

উল্লেখ্য ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ইউল্যাবিয়ানদের ব্যক্তিগত সাহায্য এবং চ্যারিটি কালচারাল শো এর মাধ্যমে কম্বল ক্রয়ের জন্য অর্থ সংগ্রহ করেছে।

শীতবস্ত্র বিতরণকালে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ফয়সাল আল মাহমুদ , সাধারণ সম্পাদক শাফায়েত হোসাইনসহ সাবেক ও বর্তমান সদস্যগণ উপস্থিত ছিলেন।

/এফএএন/