কুবিতে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা

কুবিতে আলোচনাসভা

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। বুধবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

দুপুর ১২টায় শুরু হয় আলোচনাসভা। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ এবং সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি দুলাল চন্দ্র নন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন । ধর্মীয় আলোচনা করেন স্বামী হরি প্রেমানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন, কুমিল্লা, অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, শ্রীকাইল কলেজ, দেবর্ষি শ্রীবাস দাস, পরিচালক, ইসকন ইয়ুথ ফোরাম. ।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ,  কুবি শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রবিউল হক রবি প্রমূখ ।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/এফএএন/