শেকৃবিতে সরস্বতী পূজা পালিত

শেকৃবিতে সরস্বতী পূজারাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নানা কর্মসুচির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টায় পূজা আরম্ভ হয় ও ১২ টায় প্রসাদ বিতরণের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পূজা কমিটির সদস্য কিশোর কুমার পোদ্দার। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীর সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে  অবস্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও মাতৃ মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

/এফএএন/