ইউল্যাব প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের সেমিনার

ইউল্যাব সেমিনারবেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্যোগে নিয়মিত সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান। সেমিনারে ইউল্যাবের প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র পরিচালিত একটি বিশেষ কোর্স “এক্সপেরিয়েন্সিং দ্যা পাস্ট” এর ছাত্র-ছাত্রীবৃন্দ দেশের সর্ব উত্তরে অবস্থিত পঞ্চগড় জেলার ভিতরগড় প্রত্নতত্তে আয়োজিত তাদের সাম্প্রতিক মাঠকর্মের আলোকে একটি প্রবন্ধ উপস্থাপনা করেন, যেখানে গবেষণা কেন্দ্র কর্তৃক ভিতরগড়ে পরিচালিত সমাজভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষনের বিভিন্ন পদ্ধতি ও এর গুরুত্ব উপস্থাপনা করা হয়। এছাড়াও ইউল্যাব এর প্রভাষক ও গবেষণা সহযোগী সৈয়দা নিশিতা অর্ণব মিশরীয় সভ্যতার সবচেয়ে আলোচিত নারীচরিত্র রানী নেফারতিতির জীবন, ভালবাসা ও শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র এর পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনেজাহান এর আলোচনা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উল্লেখ্য যে ইউল্যাবের শিক্ষার্থীদের অতীতের ইতিহাস এবং প্রত্নতত্ত সম্পর্কে ধারনা ও হাতেকলমে শিক্ষা প্রদানের লক্ষ্যে জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে “এক্সপেরিয়েন্সিং দ্যা পাস্ট” কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। এই কোর্সের শিক্ষার্থীরা সরাসরি ইউল্যাবের তত্বাবাধায়নে পরিচালিত পঞ্চগড়ের ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে প্রত্নতত্ত খোঁজার এবং গবেষণার সুযোগ পেয়ে থাকে।

/এফএএন/