ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল মার্কেটিং সেমিনার অনুষ্ঠিত

ডিজিটাল মার্কেটিং সেমিনারবর্তমান এই প্রযুক্তির যুগে জীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য অনেকাংশেই নির্ভর হয়ে পরেছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি। এই বিষয়টি মাথায় রেখে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি) আয়োজন  করে ডিজিটাল মার্কেটিং শীর্ষক সেমিনার ‘দ্য ক্রনিকেলস অব ম্যাগনিটো’। দেশের অন্যতম সেরা ডিজিটাল মিডিয়া এজেন্সি ‘ম্যাগনিটো ডিজিটাল’ তাদের বর্তমান কার্যক্রম, সাফল্যের কথা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর সামনে জানান।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ‘ম্যাগনিটো ডিজিটাল’ এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিয়াদ শাহির আহমেদ হোসেন। তিনি সবাইকে ডিজিটাল মার্কেটিংয়ের বৈশ্বিক অবস্থা এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন ‘ম্যাগনিটো ডিজিটাল’ এর  শাহজান এহসান (স্ট্রাটেজিক অ্যান্ড ক্যাম্পেইন অফিসার), ফজলে রাব্বী সাকিল (রিসার্চ অ্যান্ড ভিজুয়াল স্টোরিটেলার), জান্নাতুল ফেরদৌস হীরা (গ্রাফিক্স ডিজাইনার), অমি জোবায়ের(সিনিয়র মিডিয়া এনালিস্ট), মাইশা রহমান (ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ) ও আরিফ রহমান (অ্যাকাউন্ট ডিরেক্টর)।

সেমিনারের শেষাংশে ‘ম্যাগনিটো ডিজিটাল’ এর সদস্যরা ৫ মিনিটের একটি কুইজের আয়োজন করে যার মাধ্যমে তারা ৫ জনকে তাদের কোম্পানিতে একদিনের জন্য কাজ করার সুযোগ দেন এবং এর মধ্য থেকে ২ জনকে পরবর্তীকালে তাদের কোম্পানিতে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগের প্রতিশ্রুতিও দেওয়া হয়।

এই আয়োজন সম্পর্কে “ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব-বিজ বি” এর কো-অ্যাডভাইসার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুল এর ফ্যাকাল্টি জনাব আহমেদ আবীর চৌধুরী বলেন,  ডিজিটাল মার্কেটিং বর্তমান বিশ্বে বিভিন্ন ব্যাবসায় প্রভাবশালী ভুমিকা পালন করছে। সেই লক্ষ্যে বিজনেস প্রোগ্রামের শিক্ষার্থীদের এই সম্পর্কে আপডেটেড তথ্য এবং কর্মপদ্ধতি জানা থাকা দরকার। সেই জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি চাই ব্যাবহারিক জ্ঞান কিংবা অভিজ্ঞদের মতামত আর তাই বিজ-বি এর এই আয়োজন। এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

সেমিনারটিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন, এবং স্টুডেন্টবিডি টোয়েন্টিফোর।

/এফএএন/