শ্রীমঙ্গলে শিক্ষা সফরে আইইউবির পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ

IMG_4947_16শ্রীমঙ্গল চায়ের রাজধানী হিসাবেই পরিচিত। কিন্তু চা ও রাবার বাগান ছাড়াও মৌলভীবাজার জেলার এই উপজেলায় দেশের অন্যতম প্রধান গ্রীষ্মমণ্ডলীয় বন লাউয়াছড়া এবং অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত বাইক্কা বিল অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার এই উপজেলায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ভ্রমণ করে।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের একদল শিক্ষার্থী ২ দিনব্যাপী শিক্ষাসফরের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে ভ্রমণ করে। প্রথম বর্ষের ২১ জন শিক্ষার্থীসহ বিভাগের শিক্ষক কাজী সানজিদা লিসা ও শাহরিন মুন্তাহা নাউফি গত ১৯ই মার্চ বাস যোগে শ্রীমঙ্গল পৌছে। শিক্ষার্থীদের বন, বন্যপ্রাণি, জীব বৈচিত্র এবং চা শিল্প সম্পর্কে সম্যক ধারণা দিতে এই সফরের আয়োজন করা হয়। শ্রীমঙ্গলের হীডের ট্রেনিং সেন্টারে অবস্থান করে শিক্ষার্থীরা দুইদিনে লাউয়াছড়া, বাইক্কা বিল, ফিনলে চা-বাগানসহ প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখে। তারা স্থানীয় চা শ্রমিক এবং খাসিয়া উপজাতিদের জীবনযাপন সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করে।

পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষার প্রত্যয়ে উদ্দীপ্ত শিক্ষার্থীরা এই ধরণের শিক্ষাসফরের মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞান দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনায় প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করে।

/এফএএন/