ইউল্যাবে স্বাধীনতা দিবস উদযাপন

IMG_20170328_163729বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডির প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক গবেষক ডা. এম এ হাসান উপস্থিত ছিলেন।

এর আগে ইউল্যাব সাংস্কৃতিক সংসদের আয়োজনে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইউল্যাবের ডেপুটি রেজিস্ট্রার (এ্যাডমিশন) জামাল উদ্দিন ভূঁইয়া কবিতা আবৃত্তি করেন। 

অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি ডা. এম এ হাসান ও ইউল্যাব ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান বিশ্ববিদ্যালয়ে ২১-২৩ মার্চ অনুষ্ঠিতব্য দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইউল্যাব ফিল্ম ক্লাব, ইউল্যাব লিটারেরি সোসাইটি, ও ইউল্যাব ইলেক্ট্রনিকস ক্লাব।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় ইউল্যাবের ১৪টি ক্লাব অংশগ্রহন করে।

অনুষ্ঠানে ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক ও  ইউল্যাব ট্রেজারার মিলান কুমার ভট্টাচার্য ছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/