কুবিতে শান্তনু কায়সার স্মরণে সভা

18035020_793451090819949_2064416758_nবাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক আব্দুর রাজ্জাক (শান্তনু কায়সার) প্রয়াণে তার অধ্যাপনা ও সাহিত্য জীবনের নানা দিক তুলে ধরে স্মরণ সভা করেছে কুবি ইংরেজি বিভাগ। বুধবার সকাল ১১টায় কলা ও মানবিক অনুষদের ৫০১ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সংগঠন ‘লিবারেল মাইন্ডস’ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এবং ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলা ও মানবিক অনুষদের ডিন এম এম শরীফুল করিম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাহিত্যিক ড. গোলাম মাওলা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদার,মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আকবর হোসেন ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় শান্তনু কায়সারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, অধ্যাপক আব্দুর রাজ্জাক কুবির ইংরেজি বিভাগের অতিথি শিক্ষক হিসেবে এক বছরেরও বেশি সময় কর্মরত ছিলেন।

/এমডিপি/