ইউল্যাব ও ক্যাসপার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

2(1) (1)বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ক্যাসপার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তি অনুযায়ী ইউল্যাবের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তাদের ব্যক্তিগত ও কর্মজীবনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করবে ক্যাসপার ফাউন্ডেশন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জহিরুল হক, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, ইউল্যাব ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক আবু হেনা মো. রাসেল, ক্যাসপার ফাউন্ডেশনের সিইও এবং প্রতিষ্ঠাতা তৌফিক উজ জামান ও চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য এ এ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ক্যাসপার ফাউন্ডেশন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবন উন্নয়নের লক্ষ্যে সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছে।

/এমডিপি/