ঢাবিতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

DSC_0039ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অথিতি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড.আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমাদের শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেই চলবেনা, সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে।’

/এমডিপি/