মেধাবীদের সম্মাননা দিয়েছে ইউল্যাব

DSC_0424

 

বিভিন্ন সেমিস্টারে সেরা ফলের জন্য কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভাইস চ্যান্সেলর অনার্স লিস্ট স্কলারশিপ’, ‘ডিন অনার্স লিস্ট স্কলারশিপ’ ও  কাজী আনিসুর রহমান (নেইমড স্কলারশিপ) শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য ড. ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের নিজের প্রতি, পিতামাতার প্রতি, বন্ধুদের প্রতি, শিক্ষকদের প্রতি সর্বোপরি দেশের প্রতি সৎ থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের নিয়মনিষ্ঠ ও বিনয়ী হতে এবং তাদের লক্ষ্যকে আরও বিস্তৃত করতে বলেন তিনি। সামার ২০১৬, ফল ২০১৬ এবং স্প্রিং ২০১৭  সেমিস্টারে পড়ালেখায় অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীর হাতে তিনি ও ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) ইমরান রহমান ‘ভাইস চ্যান্সেলর অনার্স লিস্ট স্কলারশিপ’ ও ‘ডিন অনার্স লিস্ট’ স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। প্রফেসর এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম ‘কাজী আনিসুর রহমান (নেইমড স্কলারশিপ)’ প্রাপ্ত ছাত্রকে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

DSC_0434(1)

প্রফেসর ইমরান রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এবং ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জহিরুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার মিলন কুমার ভট্টাচার্য্য, রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ, শিক্ষক কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

/এফএএন/