লাকী আখন্দের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

ju vcমুক্তিযোদ্ধা ও কিংবদন্তী সংগীত শিল্পী লাকী আখন্দের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করছেন।

রবিবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, একজন গুণী শিল্পী ও সুরকার লাকী আখন্দের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেক জনপ্রিয় ও কালজয়ী গানের শিল্পী ও সুরকার হিসেবে লাকী আখন্দের গানে এদেশের সঙ্গীতাঙ্গন ঋদ্ধ হয়েছে। তার গান মানুষের হৃদয় থেকে কখনও ম্লান হবে না। দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই কিংবদন্তী শিল্পীর প্রয়াণে জাবি কর্তৃপক্ষ এবং জাবি পরিবার শোকাহত।

শোক বার্তায় উপাচার্য জাবির পক্ষ থেকে লাকী আখন্দের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

/এমডিপি/