ঢাবিতে ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট’ শীর্ষক সেমিনার

DSC_7931ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কর্নাটক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড.এস এস বিশ্বেস্বরাইয়াহ। ডিআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসীন সেমিনারে সভাপতিত্ব করেন। এতে ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ডিআইইউ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, অধ্যাপক ড. এম ইকরামুল হক ও ড. রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে আইন বিভাগের চেয়ারম্যান মিলি সুলতানাসহ অন্যান্য শিক্ষক, আইনজীবী, গবেষক, মানবাধিকারকর্মী, এনজিওকর্মী ও আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অধ্যাপক ড. এস এস বিশ্বেস্বরাইয়াহ তার প্রবন্ধে গণমানুষের অধিকার রক্ষায় ভারতীয় আদালতের ভূমিকা এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও জুডিশিয়াল সেলফ রেসট্রেন্ট এর সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ, আইনের শাসন, জনস্বার্থে মামলা ও জুডিশিয়াল রিভিউ প্রভৃতির সম্পর্ক তুলে ধরেন।

/এমডিপি/