এবার রাজশাহী কলেজ শিক্ষার্থীদের পদ্মায় না নামার নির্দেশ

rajshi_news_pic-1অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পর এবার পদ্মা নদীতে না নামার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ। রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিকবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও কিছু শিক্ষার্থী পদ্মা নদীতে বা শিক্ষা সফরে গিয়ে বন্ধু-বান্ধবসহ ঝর্ণায় গোসল করতে নামছে। এ কারণে প্রতিনিয়ত অসাবধানতাবশত অকালে প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা। যা কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট অভিভাবকের কাছে অনাকাঙ্খিত ও দুঃখের কারণ হচ্ছে। তাই সবাইকে পদ্মা নদী,জলাশয় বা ঝর্ণা সংশ্লিষ্ট নদীতে না নামার জন্য পুনরায় নিষেধ করা হলো।

Rajshahi College News 21.05.17বিজ্ঞপ্তির কপি কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান এবং ছাত্রাবাস ও ছাত্রী নিবাসগুলোর প্রধান তত্বাবধায়কদের কাছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মায় গভীরে পানিতে পড়ে নিখোঁজ হন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিনহাজ হোসেন বান্টির (১৯)। দীর্ঘ ২৫ ঘণ্টার পর শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নগরীর পঞ্চবটি এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে পদ্মায় ঘুরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইয়ের ঘটনার পর পদ্মার চরে অনিরাপদ ভ্রমণে নিষেধ করে বিশ্ববিদ্যালয়।

/এমডিপি/