প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

Pic..Workshopনতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে না পারলে উচ্চশিক্ষা ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব নয়।’

বুধবার ইনস্টিটিউট ভবনে ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত দুদিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

শিশুদের কাছে শিক্ষাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন  বলেন, ‘লেখাপড়ায় তাদের আগ্রহী করে তুলতে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন করতে হবে।’

এ সময় তিনি এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উপাচার্য আরও বলেন, ‘সব শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক ড. শারমিন হক। এতে বাংলাদেশের বিভিন্ন পিটিআই থেকে অর্ধশতাধিক প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।

/এমডিপি/