শেকৃবি বাঁধন ইউনিটের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

IMG_20170525_093757রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘বাঁধন’ শেকৃবি ইউনিট বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেখ কামাল অনুষদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,‘মানুষের জীবন রক্ষায় এ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মীরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই অতুলনীয়। এটি মানবসেবা ও মানবতার উৎকৃষ্ট উদাহরণ।’

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আশিকুর রহমান, অ্যানিমেল প্রোডাকশন ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.সাইফুল ইসলাম ও মো.মহব্বত আলী এবং ‘বাঁধন’ শেকৃবি ইউনিটের সিনিয়র উপদেষ্টারা ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাঁধনের কর্মীরা বিনা মূল্যে বিভিন্ন পেশাজীবীর মানুষের ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

‘বাঁধন’ শেকৃবি ইউনিটের সভাপতি মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান,আজ তারা ৩০৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।

/এমডিপি/