এফপিসি’র ‘ফটোগ্রাফি এক্সিবিশন’ সমাপ্ত

JKKNIUphotoজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাককানইবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব (এফপিসি) উদ্যোগে আয়োজিত ‘নজরুল জয়ন্তী ফটো এক্সিবিশন-২০১৭’ সমাপ্ত হয়েছে। ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের এই এক্সিবিশনের সহযোগী পার্টনার হিসেবে ছিল ওয়েস্ট সাইড এবং মিডিয়া পার্টনার ছিলো অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।   

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী নজরুলের জন্ম জয়ন্তীর শেষদিনে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে প্রতিষ্ঠিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোনালিসা দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসাইন, অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি এবং সহযোগী অধ্যাপক ড. তারেক সহ জাককানইবি’র উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এই এক্সিবিশন  ঘুরে দেখেন।

প্রসঙ্গত, এক্সিবিশন ২৩ থেকে ২৫ মে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন চত্বরে (ক্যাফেটেরিয়ার সামনে) বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রদর্শিত হয়। এতে ৬ টি ক্যাটাগরিতে মোট ৪২টি আলোকচিত্র প্রদর্শন করা হয়।

ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের তরুণদের ফটোগ্রাফিতে উদ্বুদ্ধ করতে ফটোগ্রাফির সৃজনশীল চর্চাটাকে আরও বৃদ্ধি করতে আমাদের এই আয়োজন।

/এফএএন/