কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

IMG_9330জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জাককানইবি শিক্ষক সমিতি। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি, বিশ্ববিদ্যালয়ে সরস্বতী প্রতিমা ভাঙচুর এবং শিক্ষকে হত্যার হুমকিসহ সব অন্যায়-অবমাননার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনটি সঞ্চালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা।

/এমডিপি/