পথশিশুদের পাশে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব

IMG_11651(1)পথশিশু ও সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। রাজধানীর ধানমণ্ডি লেক এলাকায় ওই ক্লাবের সদস্যরা সেখানে অবস্থান করে শিশু ও অসহায় মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

ক্লাবের সদস্যরা জানায়, গত ১৫ জুন ক্লাবটির উপদেষ্টা, এক্সিকিউটিভ ও অন্যান্য সদস্যরা দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পথশিশুদের সঙ্গে অবস্থান করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে গল্প-গুজব করেন।

ক্লাবের প্রেসিডেন্ট এম আর এইচ খান সালমান বলেন, ‘আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই এই দায়িত্ববোধটুকু সামজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে।’

এ ব্যাপারে ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরী বলেন, ‘আমরা সবসময়ই হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগেও আমরা দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্য করেছি, পথশিশুদের খাবার দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইউল্যাবের এ ক্লাবটি যেকোন দুঃখ-দুর্দশায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দায়িত্ববোধ আমরা সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আশা করি, আমাদের এই কার্যক্রমের মাধ্যমে মানুষ আরও সচেতন হবে এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে।’

/এমডিপি/