সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’

FB_IMG_1497808866040‘ভালো কাজের শপথে বিবেকের কাঠগড়ায় সবসময়' এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণদের হাত ধরে শুরু করেছিল সেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। যারা সমাজের অবহেলিত মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এর ধারাবাহিকতায় রবিবার (১৮ জুন) রাজধানী ঢাকার সোহরাওয়ারর্দী উদ্যানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করে সংগঠনটি।

এদিন সংগঠনের পক্ষ থেকে ৩০জন পথশিশুকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপড় দেওয়া হয়। এ সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক প্রকৌশলী মোকাররম হোসেন চৌধুরী ও বিবেকের সব সদস্য।  

বিবেকের প্রতিষ্ঠাতা ইমরান আকন্দ বলেন,‘সুবিধাবঞ্চিত শিশুদের নতুন কাপড় দিতে পেরে নিজেদের ঈদে আনন্দের ভাগ কিছুটা হলেও তাদের মাঝে বিলিয়ে দিতে পেরেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। একটি নতুন জামা পেয়ে তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে তা দেখার মতো। যে আনন্দ তা ইট-পাথরের চার দেয়ালের ভেতর বসে থেকে কেউ দেখতে পাবে না।’

/এমডিপি/