ইউডার উপাচার্য হলেন প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ

উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ ও উপ-উপাচার্য প্রফেসর ড. আহমদউল্যাহ মিয়াইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডার) এর উপাচার্য পদে নিয়োগ পেলেন প্রফেসর ড. রফিকুল ইসলাম শরিফ। একই সঙ্গে উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আহমদউল্যাহ মিয়া। ২ জুলাই থেকে তারা নিজ দায়িত্বে যোগদান করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউডার বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী এই নিয়োগ দেন। ২ জুলাই থেকে আগামী চার বছর পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

এছাড়া, বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদনক্রমে ইউডার ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে প্রফেসর এমএ ইউসুফ, আইকিউএসির পরিচালক হিসেবে প্রফেসর লতিফুর রহমান, মাস্টার্স প্রোগ্রামের পরিচালক হিসেবে প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, ইঞ্জিনিয়ার বিভাগের (সিএসই, ইটিই এবং আইসিটি) চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. স্বপন কুমার দাস, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক সামছুন নাহার ও ইটিই এবং আইসিটি বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক আমাতুল হাদী সাকারা দায়িত্ব পালন করবেন।

/এমডিপি/