শাবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত

DSC_0190শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আইএমএল’র ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইএমএল এর পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘মাতৃভাষা জানার পাশাপশি আমাদের বিদেশি ভাষা জানা প্রয়োজন। আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের জন্য সহায়তা করবে। বিদেশি ভাষা শিক্ষার ফলে অনেক শিক্ষার্থী বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে সুবিধা হবে।’

পর্যায়ক্রমে ২০টির অধিক ভাষা এখানে চালু এবং ভাষা ইনস্টিটিউটের জন্য আলাদা ভবন তৈরি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া তিনি ভাষা ইনস্টিটিউটের জন্য ১০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স এর ডিন অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশীদ, অধ্যাপক ড. আতি উল্লাহ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, জয়নাল আবেদীন, মাতলুব আহমেদ, রিয়াদুল ইসলাম প্রমুখ। এছাড়া আইএমএল এর ইংরেজি ভাষার প্রভাষক অর্পা বনিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ইংরেজি ভাষায় ডিপ্লোমা ও সাটিফিকেট কোর্স এবং আরবি ও ফরাসী ভাষায় সার্টিফিকেট কোর্স প্রোগ্রামে ৬১ শিক্ষার্থী নিয়ে আধুনিক ভাষা ইনন্সিটিউটের যাত্রা শুরু হলো। বুধবার (১৯ই জুলাই) থেকে ক্লাস শুরু হবে।

/এফএএন/