নোবিপ্রবি’র ভাষা শহীদ আব্দুস সালাম হলে খাবার পানির সংকট

নোবিপ্রবিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল ভাষা শহীদ আব্দুস সালাম হলে খাবারের পানির চরম সংকট দেখা দিয়েছে।

আবাসিক শিক্ষার্থীদের থেকে জানা গেছে, ওই হলের পানি ট্যাংকের লাইন ভেঙে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। এ বিষয় হল প্রভোস্টকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানোর হলেও এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া ১৯ জুলাই বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেওয়ায় প্রায় ২০ ঘণ্টা আব্দুস সালাম হলের বিদ্যুৎ ছিল না। পরে প্রধান লাইনটি মেরামত না করেই বিকল্প লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

20170722_142914এ ব্যাপারে আব্দুস সালাম হলের আবাসিক ছাত্র জাহিদ সৌরভ জানান, হলের ভিতরের বিদ্যুতের প্রত্যেকটি লাইন ত্রুটিপূর্ণ। মাঝেমধ্যে বিভিন্ন রুমে সর্ট-সার্কিট হয়। তাছাড়া বর্তমানে বিকল্প লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সালাম হল প্রভোস্ট প্রফেসর ড. ইউসুফ মিঞার জানান, ‘পানির ট্যাংকের লাইন তো এমনিতে ভেঙে যেতে পারে না। এ লাইনটি অবশ্যই কেউ ইচ্ছে করে ভেঙে দিয়েছে।  

দ্রুত পানি ও বিদ্যুতের লাইনের সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন প্রফেসর ড. ইউসুফ মিঞা।

/এমডিপি/