জাককানইবিতে ‘সংকলন চর্চার ধরন’ বিষয়ক সেমিনার

nazrulজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর অধীনে ‘নজরুল বিষয়ক সংকলন চর্চার ধরন’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (সোমবার) বিজ্ঞান ভবনের নীচ তলায় ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর নিজস্ব অফিসে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। সেমিনারে আলোচ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ফোকলোর বিভাগের প্রভাষক মেহেদী উল্লাহ। প্রকল্পের সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, নজরুল বিষয়ে যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য এ ধরনের কাজ অনেক সহায়ক হবে। নজরুল বিষয়ক সংকলন চর্চার ধরন কেমন হবে তা অনেকটাই সেমিনারে উঠে এসেছে। এ ধরনের কাজ হলে নজরুল গবেষণার পরিসর বেড়ে যাবে।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

/এফএএন/